বিএনএ, চট্টগ্রাম: পবিত্র রমজান উপলক্ষ্যে প্রতিবছরের মত এবারও ট্রাফিক পুলিশ সার্জের্ন্ট-কনেষ্টেবলদের নিয়ে একসাথে ইফতার করলো সিএমপি উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) জয়নুল আবেদীন। সোমবার (২৭ মার্চ) নগরীর এক রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।
এসময় উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীন বলেন, রোজার মাসে ও আমরা ট্রাফিক পুলিশ সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। যানজটের অন্যতম গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এখন তেমন একটা যানজট হয় না। আমরা চেষ্টা করি মানুষ সঠিক সময়ে বাসায় গিয়ে পরিবারের সাথে ইফতার করতে পারে। সেদিকে কঠোর পদক্ষেপ নিয়েছি যাতে কোনভাবেই যানজটের শিকার না হয়ে বাসায় ফেরা যায়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, টিআই প্রশাসন (ট্রাফিক উত্তর) মোহাম্মদ কামাল হোসেন, টিআই (চাঁন্দগাও) উত্তম কুমার দেবনাথ, টিআই (পাঁচলাইশ) মো. তারিকুল আলম,
টিআই (মোহরা) রেজাউল করিম খান, টিআই (প্রবর্তক) বিপুল পাল, টিআই ( মুরাদপুর) বশিরুল ইসলাম, টিআই (বায়জীদ বোস্তামী) মো. আলমগীর হোসেন। সার্জেন্ট মিরাজ, শাহাদাত এবং প্রবর্ত্তক এলাকায় ট্রাফিক ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সবৃন্দ।
বিএনএ/এমএফ