বেলারুশে রাশিয়ার পারমানবিক অস্ত্র স্থাপন বিপজ্জনক বললেন ন্যাটো
29 C
আবহাওয়া
১২:০৪ অপরাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৫
Bnanews24.com
Home » বেলারুশে রাশিয়ার পারমানবিক অস্ত্র স্থাপন বিপজ্জনক বললেন ন্যাটো

বেলারুশে রাশিয়ার পারমানবিক অস্ত্র স্থাপন বিপজ্জনক বললেন ন্যাটো


বিএনএ, বিশ্বডেস্ক : বেলারুশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপনের  বিপজ্জনক  ঘোষণার নিন্দা জানালেন  পশ্চিমা সামরিক জোট ন্যাটো।

শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র স্থাপনের পরিকল্পনা করেছেন।  তবে তার নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখবে বলে তিনি জানিয়েছেন।

ইউক্রেন বলছে, রাশিয়ার এমন সিদ্ধান্ত তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি। বেলারুশকে জিম্মি করে মস্কো এমন সিদ্ধান্ত নিয়েছে বলেও মনে করছে ইউক্রেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে ন্যাটোর মুখপাত্র রয়টার্সকে  বলেন, রাশিয়ার প্রেসিডেন্টের পারমাণবিক অস্ত্র সম্প্রসারণের ঘোষণা এবং দেশের বাইরে যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনের উদাহরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।ন্যাটোতে পারমাণবিক অস্ত্রের অংশীদারত্বের বিষয়ে রাশিয়া বিভ্রান্তি ছড়াচ্ছে। ন্যাটো জোট আন্তর্জাতিক প্রতিশ্রুতির ওপর পূর্ণ আস্থা রাখে।

এদিকে রাশিয়ার এমন সিদ্ধান্তে ওয়াশিংটনের নিজস্ব পারমাণবিক কৌশলে কোনো পরিবর্তন আসবে না বলে মনে করছে ন্যাটো।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আমরা আমাদের নিজস্ব কৌশলগত পারমাণবিক অবস্থানের মধ্যে সামঞ্জস্য আনার কোনো কারণ দেখিনি। আমরা ন্যাটোজোটের সম্মিলিত প্রতিরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ