বিএনএ, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে নবাবী ভোজ রেস্টুরেন্টে গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় ৫ জন দগ্ধ হয়েছেন। রবিবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- মো. আমিনুল ইসলাম (১৮), মো. হৃদয় (২১), মো. সাইফুল ইসলাম (২২), মো. রাব্বি (২২) ও মো. মিন্টু (২৪)।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা নবাবী ভোজের নির্বাহী পরিচালক বিপু চৌধুরী জানান, রেস্টুরেন্টের স্টাফ খাবার গরম করতে গ্যাসের লাইন চালু করে আগুন ধরানো সময় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে তারা দগ্ধ হন।শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, আগুনে রাব্বির শরীরের ৩৫ শতাংশ, আমিনুল ইসলামের ১৮ শতাংশ, মিন্টুর ১৫ শতাংশ ও হৃদয়ের দুই শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্হা গুরুতর।
বিএনএনিউজ/আজিজ/এইচ.এম।