34 C
আবহাওয়া
২:৪৩ অপরাহ্ণ - মে ১৭, ২০২৪
Bnanews24.com
Home » স্বাধীনতা দিবসে কুবি নওয়াব বাড়ির সাংস্কৃতিক সন্ধ্যা

স্বাধীনতা দিবসে কুবি নওয়াব বাড়ির সাংস্কৃতিক সন্ধ্যা

স্বাধীনতা দিবসে কুবি নওয়াব বাড়ির সাংস্কৃতিক সন্ধ্যা

বিএনএ, কুবি  : ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মঈন বলেন, ‘ছাত্রীদের গুছানো আয়োজন আমাকে মুগ্ধ করেছে৷ আমি পুরোটা সময় ধরে অনুষ্ঠান উপভোগ করেছি। এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করে।’

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী। আইন অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শামিমুল ইসলাম, দুদকের পরিচালক এ. কে. এম. ফজলুল হক, সিআইপির চেয়ারম্যান সিনথিয়া রহমান৷

উল্লেখ্য, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল গান, নাচ, দলীয় সংগীত, নাটক এবং কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা। এছাড়া অনুষ্ঠান শেষে বিশেষ ভোজের আয়োজন করা হয়৷

বিএনএনিউজ২৪.কম/হাবিবুর রহমান হাবিব/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ