18 C
আবহাওয়া
৩:৩৯ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » মাদক পরীক্ষায় পজিটিভ ,নিষিদ্ধ হামজা

মাদক পরীক্ষায় পজিটিভ ,নিষিদ্ধ হামজা

মাদক পরীক্ষায় পজিটিভ ,নিষিদ্ধ হামজা

বিএনএ ক্রীড়া্ ডেস্ক : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মাদক পরীক্ষায় পজিটিভ হওয়ায় দক্ষিণ আফ্রিকার ব্যাটার জুবায়ের হামজাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ।আইসিসি এক বিবৃতিতে  জানিয়েছে, গত ১৭ জানুয়ারি করা পরীক্ষায় হামজার শরীরে ‘ফিউরোসেমাইড’ নামক নিষিদ্ধ উপাদানের উপস্থিতি পাওয়া গেছে।আইসিসি সাময়িক নিষিদ্ধ করলেও এই ক্রিকেটারের পাশে আছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (সিএসএ)। এক বিবৃতিতে সিএসএ জানিয়েছে, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এবং ওয়েস্টার্ন প্রভিন্স ক্রিকেট অ্যাসোসিয়েশন এই প্রক্রিয়ায় হামজার পাশে আছে এবং বিষয়টি শেষ না হওয়া পর্যন্ত তাকে সমর্থন করা যাবে।

২০১৯ সালে দেশের শততম টেস্ট খেলোয়াড় হিসেবে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয়েছিলো হামজার। আর গেল বছর নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক ঘটে তার।এখন পর্যন্ত ৬টি টেস্ট খেলেছেন ২৬ বছর বয়সী হামজা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ