14 C
আবহাওয়া
১১:৪৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » আইপিএল: উদ্বোধনী ম্যাচেই জয় পেল কলকাতা

আইপিএল: উদ্বোধনী ম্যাচেই জয় পেল কলকাতা

আইপিএল: উদ্বোধনী ম্যাচেই জয় পেল কলকাতা

বিএনএ,ক্রীড়া ডেস্ক :ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী ম্যাচেই চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার(২৬ মার্চ) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৩১ রানের সংগ্রহ পায় চেন্নাই। জবাবে ৯ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় পায়  নাইটরা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি চেন্নাইয়ের। তৃতীয় বলেই বিদায় নেন ওপেনার রিতুরাজ গাইকোয়াড। তবে ব্যাট করতে নেমে মহেন্দ্র সিং ধোনি ধরা দিলেন চিরচেনা রূপে। মাত্র ৩৮ বলে তুলে নিলেন  প্রথম অর্ধশতরান।  ধোনি যখন ব্যাট হাতে মাঠে নামলেন, তখন চেন্নাই সুপার কিংসের রীতিমতো শোচনীয় অবস্থা। ১০ ওভারে মাত্র ৬১ রানে পড়ে গিয়েছে ৫টি উইকেট। সিএসকের ইনিংস শেষ হয় ৫ উইকেটে ১৩১ রানে। আর ধোনি শেষ করেন ৩৮ বলে ৫০ রানে। জাদেজা ২৮ বলে ২৬ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে কেকেআর। প্রথম ৬ ওভারে বিনা উইকেটে ৪৩ রান তুলে ফেলেন অজিঙ্কা রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ার। আইয়ারের ইউকেটের পতনের পর ১৭ বলে ২১ রানের ক্যামিও খেলেন নীতীশ রানা। তার উইকেটের পর অবশ্য কিছুটা কমে যায় রান রেট। রাহানে ভাল খেললেও অন্যদিকে খানিকটা চাপ তৈরির চেষ্টা করে জাদেজার চেন্নাই। ৩৪ বলে ৪৪ রান করে রাহানে আউট হওয়ার পর সেই চাপ আরও বাড়ে। তবে শেষ পর্যন্ত অধিনায়ক শ্রেয়স আইয়ার (২০) এবং স্যাম বিলিংস (২৫) সহজেই কেকেআরকে জয় এনে দেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ