26 C
আবহাওয়া
১১:১৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » সাতক্ষীরা যশোরেশ্বরী মন্দিরে পূজা দিলেন মোদি

সাতক্ষীরা যশোরেশ্বরী মন্দিরে পূজা দিলেন মোদি

মোদি

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাতক্ষীরা পৌঁছেছেন। শনিবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে হেলিকপ্টারে করে তিনি শ্যামনগর পৌঁছান। সেখানে তিনি যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করেন। মন্দিরে ঢুকে নির্ধারিত প্রার্থনায় অংশ নেন তিনি।

এরপর পূজা দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন। বেলা ১১টায় মোদি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।

মোদি

টুঙ্গিপাড়া থেকে তিনি যাবেন গোপালগঞ্জের ওড়াকান্দিতে। সেখানে মতুয়া সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করবেন। মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দেবেন মোদি। দুপুরে ঢাকায় ফিরবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে আনুষ্ঠানিক আলোচনা করবেন। তার আগে দুই প্রধানমন্ত্রী একান্তে আলোচনা করবেন।

সবশেষে নরেন্দ্র মোদি বঙ্গভবনে যাবেন। সন্ধ্যায় সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ছেড়ে যাবেন ভারতের প্রধানমন্ত্রী।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ