বিএনএ, চুয়েট: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আয়োজিত হলো ইসলামিক নাশীদ সন্ধ্যা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাদ মাগরিব শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুয়েটে আয়োজিত হচ্ছে সপ্তাহব্যাপি ইসলামিক উৎসব। তারই অংশ হিসেবে আজ নাশিদ সন্ধ্যার পাশাপাশি আবৃত্তি, আয়াত ইসলামিক শপ, সুন্নাহ প্রদর্শন, পোস্টার প্রদর্শন, সীরাহ বই বিতরণ, ফটোবুথের মতো নানান ধরনের আয়োজন ছিল। এছাড়া ফিলিস্তিনের জন্য প্রজেক্ট রাফাহ’র মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়।
চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মতিউর রহমান বলেন, গতানুগতিক সংস্কৃতির বাহিরে একটা সুস্থ সস্কৃতির চর্চা চালু করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। চুয়েট ইসলামিক উৎসব-২০২৫ উপলক্ষে পূর্বঘোষিত সপ্তাহব্যাপী ইসলামিক উৎসবের “নাশিদ সন্ধ্যা” একটি অন্যতম দিন। নাশিদ সন্ধ্যায় নাশিদের পাশাপাশি ছিলো ইসলামিক পোস্টার ডিজাইন প্রতিযোগিতা, লাইভ ক্যালিওগ্রাফি, রাসুলের সুন্নাহ প্রদর্শনী ও ফিলিস্তিন কর্ণার।
কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাহিন মুনকার বলেন, অপসংস্কৃতির বিপরীতে সুস্থ ধারার সংস্কৃতি চর্চার দ্বার উন্মোচনের জন্যেই এই নাশিদ সন্ধ্যার আয়োজন। পাশাপাশি দর্শক শ্রোতার মনোরঞ্জনের জন্যে আয়োজন করা হয় নানাবিধ অনুষ্ঠান ও প্রতিযোগিতা।
উল্লেখ্য, ইসলামিক উৎসবের আওতায় আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে বয়ান দিবেন অন্তর্বর্তীকালীন সরকারে ধর্ম উপদেষ্টা আ.ফ.ম খালিদ হোসেন।
বিএনএনিউজ/ ইয়াসির/ বিএম/এইচমুন্নী