16 C
আবহাওয়া
৯:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৮, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় শেভরণের বিশেষ ডিসকাউন্ট কার্ড চালু

আনোয়ারায় শেভরণের বিশেষ ডিসকাউন্ট কার্ড চালু


বিএনএ, আনোয়ারা : চট্টগ্রামের আনোয়ারায় শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী (প্রা.) লিমিটেডর ৫ম বর্ষপূতি উপলক্ষ্যে ‘বিশেষ ডিসকাউন্ট কার্ড’ চালু করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনের উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

শেভরণ আনোয়ারা শাখার ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন। উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান ও আনোয়ারা থানার অফিসার ইনচার্জ সোহেল আহমেদ।

শেভরণ আনোয়ারা শাখার ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসেন বলেন, আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা, প্রতিটি মসজিদের ইমাম, বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিত নাগরিক, মন্দিরের পুরোহিত, প্যাগোডার ভান্তে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও মেধাবী শিক্ষার্থীদের এ সেবা দেওয়া হবে। এর বাইরে প্রতিটি ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে ১০০ জন করে জনগনকে এ সেবার আওতায় আনা হবে।

বিএনএনিউজ/ এনামুল হক নাবিদ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ