বিএনএ, চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র কার্তুজসহ ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় চকরিয়া থানাধীন ৭ নম্বর ফাঁসিয়াখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র এবং ১১টি কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলো- চকরিয়া থানার রংমহল এলাকার মৃত সফর মুল্লুকের ছেলে মো. মোসাদ্দেক (৩২) ও উত্তর পাড়ার মৃত তাজুর মুল্লুকের ছেলে নেজাম উদ্দিন (৩৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানাধীন ৭ নম্বর ফাঁসিয়াখালী এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র এবং ১১টি কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধার অস্ত্রগুলো দিয়ে আসামিরা স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য কেনা-বেচা ও বহনে নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
বিএনএনিউজ/এইচ.এম।