40 C
আবহাওয়া
৪:০৮ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » হোয়াইটওয়াশ শোধ নেয়ার মিশন টাইগারদের

হোয়াইটওয়াশ শোধ নেয়ার মিশন টাইগারদের

হোয়াইটওয়াশ শোধ নেয়ার মিশন টাইগারদের

বিএনএ ডেস্ক, ঢাকা: আফগানিস্তানকে অতীতে কখনও হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ। ২০১৮ সালে টি-টোয়েন্টিতে উল্টো বাংলাদেশকে ধবল ধোলাই করেছিল আফগানিস্তান। তবে টি-টোয়েন্টি না হলেও এবার ওয়ানডে সিরিজে ধবল ধোলাই করে মধুর প্রতিশোধ নেয়ার সুযোগ টাইগার বাহিনীর সামনে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

প্রথম ম্যাচের শুরুতে মহাবিপর্যয়ের পর আফিফ-মিরাজের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তুলে নেয় অসাধারণ এক জয়। আর দ্বিতীয় ওয়ানডেতে একক আধিপত্য ধরে রেখে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। সেই সাথে আইসিসি ওয়ার্ল্ডকাপ সুপার লিগের শীর্ষে উঠে যায় তামিম ইকবালের দল। তাই শেষ ম্যাচে আফগানিস্তানকে শুধু হোয়াইটওয়াশ করাই লক্ষ্য নয় পাশাপাশি পয়েন্ট বাড়িয়ে নেয়ার কাজটাও সেরে ফেলতে চাইবে বাংলাদেশ।

অন্যদিকে, সিরিজের শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবে আফগানিস্তান। অবশ্য এ ম্যাচে তারকা অলরাউন্ডার রশিদ খানকে মিস করবে তারা। পিসিএলের ফাইনাল খেলতে উড়াল দিয়েছেন আফগান লেগ স্পিনার।

আফগানদেরও টার্গেট ১০ পয়েন্ট
আফগানদেরও টার্গেট ১০ পয়েন্ট

সুপার লিগে সম্ভাব্য পয়েন্ট অর্জনের যে তালিকা আফগানরা করেছিলেন সেখানে নিশ্চয় বাংলাদেশ নামটাও ছিল। সোমবার অন্তত ১০ পয়েন্ট পেতে নিশ্চয় সামর্থের সেরাটা দেয়ার চেষ্টা করবেন সফরকারীরা। সে হিসেবে রশিদ খান না থাকলেও আফগানরা যে শক্ত একাদশ নিয়েই মাঠে নামবে তাতে অন্তত কোনো সন্দেহ নেই।

অপরদিকে টাইগার একাদশেও পরিবর্তন আসতে পারে। প্রথমবার ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়া দুই তরুণ নাসুম আহমেদ ও মাহমুদুল হাসান জয় আছেন অভিষেকের অপেক্ষায়। পেসার ইবাদত হোসেনও ওয়ানডে ক্যাপের অপেক্ষায়। সব মিলিয়ে সিরিজ নিশ্চিতের পর নবীনদের পালস চেক করতেই পারে বিসিবি।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ