22 C
আবহাওয়া
৩:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ২৬ ফেব্রুয়ারি ১ কোটি ২০ লাখ টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২৬ ফেব্রুয়ারি ১ কোটি ২০ লাখ টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২৬ ফেব্রুয়ারি ১ কোটি ২০ লাখ টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বিএনএ ডেস্ক, ঢাকা: ২৬ ফেব্রুয়ারি দেশে প্রথম ডোজের ১ কোটি ২০ লাখ টিকা দেয়া সম্ভব হয়েছে। এরমধ্যে গণটিকা ছিল ১ কোটি ১২ লাখ।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে এমন দাবি করেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার ৭৩ ভাগ টিকার আওতায় এসেছে। টিকাদানে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন দশম।

জাহিদ মালেক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার টার্গেট প্রায় শতভাগ পূরণ করতে সংক্ষম হয়েছে বাংলাদেশ। করোনা নিয়ন্ত্রণে সাউথইস্ট এশিয়ায় বাংলাদেশ প্রথম হয়েছে। বাংলাদেশ করোনা মোকাবিলায় সফলতা পেয়েছে। এর পেছনে অনেক কাজ করতে হয়েছে। হাসপাতালগুলোতে করোনার জন্য আলাদা সেবা দিতে হয়েছে। ল্যাব, অক্সিজেন প্ল্যান্ট স্থাপনসহ টেলিমেডিসিন সেবার ব্যবস্থা করতে হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে টিকা নিয়ে অনিহা দেখা গেছে। বিভিন্ন জায়গায় টিকা না নিতে আন্দোলন ভাঙচুর হয়েছে। তবে বাংলাদেশের জনগণ উৎসাহের সাথে টিকা নিয়েছে, যার ফলে করোনা মোকাবিলা অনেকটা সহজ হয়েছে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ