32 C
আবহাওয়া
৭:২২ অপরাহ্ণ - জুলাই ৫, ২০২৫
Bnanews24.com
Home » দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতা আহত

দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতা আহত


বিএনএ, ঢাকা : রাজধানীর মানিকদীতে দুর্বৃত্তদের গুলিতে আজমত আলী (৪৫) নামে এক যুবলীগ নেতা আহত হয়েছে। শুক্রবার( ২৬ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে।  তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আজমত ১৫ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক বলে দাবি করেছেন তার স্বজনরা।
শনিবার(২৭ ফেব্রুয়ারী) সকালে ঢামেক হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আহতাবস্হায় তাকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়, সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতের বাবা হাজী ইসরাফিল জানান, তারা পশ্চিম মানিকদী নামাপাড়ায় থাকে। রাত ১২টার দিকে খবর পান তার ছেলেকে দুর্বৃত্তরা ক্যান্টনমেন্ট মানিকদী বাজারের মোড়ে গুলি করেছে।

তিনি জানান, এক আত্মীয়ের বাসা থেকে রাতে প্রাইভেটকারে করে বাসায় ফিরছিলো আজমত। মানিকদি বাজার মোড়ে রাস্তায় জ্যাম পড়লে সে গাড়ি থেকে নেমে রাস্তা ক্লিয়ার করছিলো।তখনই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার বুকে বিদ্ধ হয়। প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসরা তাকে ভর্তি করেন।

বিএনএ/আহা. ওজি

Loading


শিরোনাম বিএনএ