বিএনএ, চট্টগ্রাম: কর্ণফুলীতে জুয়া খেলার অপরাধে ১৫ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে এগারোটা এবং রবিবার (২৬ জানুয়ারি) দুপুর দেড়টার টার দিকে শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন – মোঃ জাহিদ হাসান (২৯), মোঃ হেলাল (৩০), মোঃ রবিউল ইসলাম (২৪), মোঃ জামসেদ (২৮), মোঃ নুর হোসেন (৩২), মোঃ ফারুক (৩০), হুজ্জাদ ইসলাম (২৬), ইরফানুল ইসলাম (২৫), মোঃ সাজ্জাদ হোসেন (২৬), খোরশেদ আলম (২৭), মোঃ নজরুল ইসলাম (৩০), আব্দুর রহমান (২৬), দিদারুল আলম (৩৪), মোঃ আব্দুর রহমান (২৮), মোঃ জাহাঙ্গীর (৪০)। তারা কর্ণফুলী উপজেলাসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন পৃথক অভিযানে জুয়া খেলার অপরাধে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিএনএনিউজ/ নাবিদ