বিএনএ, ঢাকা : প্রাথমিক সদস্যপদ নবায়নে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যসচিব হয়েছেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন—আমিনুল ইসলাম (সহ-সাংগঠনিক সম্পাদক-রংপুর বিভাগ), তাইফুল ইসলাম টিপু (সহ-দপ্তর সম্পাদক), মুহাম্মদ মুনির হোসেন (সহ-দপ্তর সম্পাদক), তারিকুল আলম তেনজিং (সদস্য-দপ্তরে সংযুক্ত), আবদুস সাত্তার পাটোয়ারী (সদস্য-দপ্তরে সংযুক্ত)।
বিএনএনিউজ/এইচ.এম।