16 C
আবহাওয়া
৪:৪৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৯, ২০২৫
Bnanews24.com
Home » ১১৫ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

১১৫ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

সাগর রুনি হত্যার ৯ বছর আজ

বিএনএ, ঢাকা : সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পিছিয়েছে। এ নিয়ে ১১ বারের মতো প্রতিবেদন জমার সময় বাড়ানো হলো। মামলার তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত আগামী ২ মার্চ প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন।

ঢাকার প্রধান মহানগর হাকিম আদালতের শেরেবাংলা নগরের সাধারণ নিবন্ধন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর তদন্তের দায়িত্ব থেকে র‌্যাবকে সরিয়ে পিবিআইকে দায়িত্ব দেন হাইকোর্ট। এরপর নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় এই মামলায়।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ