16 C
আবহাওয়া
৪:৪৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৯, ২০২৫
Bnanews24.com
Home » জুলাই বিপ্লবের চেতনা যেন ভুলে না যাই -ফরিদা খানম

জুলাই বিপ্লবের চেতনা যেন ভুলে না যাই -ফরিদা খানম

জুলাই বিপ্লবের চেতনা যেন ভুলে না যাই -ফরিদা খানম

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, তারুণ্যের শক্তিকে জাগ্রত করতে দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্য নিয়ে এ মেলার আয়োজন। জুলাই বিপ্লবে তরুণরা সে সাহস দেখিয়েছেন, যে স্বপ্ন নিয়ে তারা দীর্ঘদিনের ফ্যাসিজমকে বিতাড়িত করেছে। সে স্বপ্ন বাস্তবায়নে আমাদের দায়িত্ব রয়েছে।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনা যেন ভুলে না যাই। ন্যায় ভিত্তিক, বৈষম্যহীন ও সমতা প্রতিষ্ঠার জন্য তরুণদের এই আত্মত্যাগ। ধর্ম বর্ণ বিভেদ না করে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১টায় বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট স্কুল মাঠে তারুণ্যের মেলা উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ অনুষ্ঠানে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান করা হয়।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, বোয়ালখালী আর্মি ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন জাহিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের শহিদ ইঞ্জিনিয়ার ওমরের মা রুবি আকতার ও আহত মো. শাকিল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা মো. ইমতিয়াজ, গীতা পাঠ করেন শিক্ষার্থী অর্ণব সিকদার ও ত্রিপিটক পাঠ করে রিমেল বড়ুয়া।

এর আগে রঙিন বেলুন উড়িয়ে মেলা এবং ফিতা কেটে স্টলসমূহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা খানম। এদিন সকালে শহিদ ওমরের কবরস্থান সংরক্ষণ কাজের ও দুপুরে পৌরসভার ৬টি সড়কের ফলক উন্মোচন করেন তিনি।

মেলায় ১২টি স্টলে উদ্যােক্তারা নিজেদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী এবং ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী তুলে ধরেন। গত ৩০ ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ৫২দিন ব্যাপী এ তারুণ্যের উৎসব শুরু হয়।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ