বিএনএ, ডেস্ক : বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার যাবতীয় কার্যক্রম স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৭ জানুয়ারি) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হাসান, সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন ও অ্যাডভোকেট খন্দকার মারুফ হোসেন।
গত ২৭ নভেম্বর এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অব্যাহতি দেয়া হয়।
প্রসঙ্গত, ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি, তত্ত্বাবধায়ক সরকারের আমলে, রাজধানীর শাহবাগ থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. সামছুল আলম মামলা দায়ের করেন। পরবর্তীতে ৫ অক্টোবর, দুদকের উপ–পরিচালক মো. আবুল কাসেম ফকির, খালেদা জিয়া ও ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
বিএনএ/ ওজি/শাম্মী