28 C
আবহাওয়া
৮:৪২ পূর্বাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » কীটনাশক দিয়ে অর্ধশত তালগাছ মারলেন আ.লীগ নেতা

কীটনাশক দিয়ে অর্ধশত তালগাছ মারলেন আ.লীগ নেতা

কীটনাশক দিয়ে অর্ধশত তালগাছ মারলেন আ.লীগ নেতা

বিএনএ: নিজের আমগাছের জন্য সড়কের পাশে আগে থেকেই লাগানো তালগাছ কীটনাশক দিয়ে মারার অভিযোগ উঠেছে রাজশাহীর শাহরিয়ার আলম নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। তিনি বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও করখণ্ড দাখিল মাদ্রাসার শিক্ষক।

রাজশাহীর বাগমারায় উপজেলার সড়কের বাইগাছা এলাকায় নিজের পুকুরপাড়ে আমগাছ লাগিয়েছিলেন শাহরিয়ার আলম। পুকুরটি মূলত মাথাভাঙ্গা-হাটগাঙ্গোপাড়া সড়কঘেঁষা। ওই সড়কের পাশে আগে থেকেই তালগাছ লাগানো ছিল। এসব তালগাছের ছায়ার কারণে শাহরিয়ারের লাগানো আমগাছগুলো ঠিকমতো বেড়ে উঠছে না।

স্থানীয় লোকজনের অভিযোগ, নিজের গাছগুলো দ্রুত বড় করে তোলার জন্য তালগাছের বাকল তুলে সেখানে কীটনাশক প্রয়োগ করেছেন শাহরিয়ার আলম। এতে সড়কের পাশে থাকা অন্তত ৫০টি তালগাছ মরে যাচ্ছে।

স্থানীয়রা জানান, মাথাভাঙ্গা-হাটগাঙ্গোপাড়া সড়কের বাইগাছা এলাকায় শাহরিয়ার আলম প্রায় ২৭ বিঘা কৃষিজমিতে পুকুর খনন করেন। ছয় থেকে সাত মাস আগে সড়কঘেঁষে পুকুরটি খনন করা হয়। মাস দুয়েক আগে তিনি ওই পুকুরপাড়ে বিভিন্ন জাতের আমগাছ লাগান। আমগাছের পাশেই আগে থেকে স্থানীয় লোকজনের লাগানো সারিবদ্ধ তালগাছ আছে। প্রায় ১০ থেকে ১২ বছর আগে স্থানীয় এক বৃদ্ধসহ কয়েকজন ব্যক্তি সড়কের উভয় পাশে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে তালগাছ লাগিয়েছিলেন।

তালগাছে কীটনাশক প্রয়োগ
তালগাছের বাকল তুলে কীটনাশক প্রয়োগ

স্থানীয়রা জানান, ওই পুকুরপাড়সংলগ্ন অন্তত ৫০টি তালগাছের ক্ষতি করা হয়েছে। ধারালো কোনো অস্ত্র দিয়ে গাছের বাকল তুলে ফেলা হয়েছে। এরপর ওই স্থানে কীটনাশক জাতীয় তরল কিছু প্রয়োগ করা হয়েছে। তবে শাহরিয়ার আলম প্রভাবশালী হওয়ায় তাঁরা প্রকাশ্যে কোনো প্রতিবাদ করতে পারেননি। এর আগে সড়কের পাশেই পুকুর খননের প্রতিবাদ করে অনেকে হয়রানির শিকার হয়েছেন। তাই স্থানীয় লোকজন গাছ মেরে ফেলার বিষয়টি মুঠোফোনে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে অভিযোগ জানিয়েছিলেন। তবে উপজেলা প্রকৌশলী এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি।

স্থানীয়রা জানান, পুকুরঘেঁষে তালগাছগুলো আধা মরা হয়ে গেছে। পুকুরের বিপরীত দিকে সড়কের পাশে ইটভাটা। তবে সড়কের ওই পাশের তালগাছগুলো অক্ষত অবস্থায় রয়েছে। শুধু পুকুরপাড়ের আমগাছের পাশে থাকা তালগাছগুলোই আক্রোশের শিকার হয়েছে। এর মধ্যে অনেক তালগাছের ডাল মরে শুকিয়ে যেতে শুরু করেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলম বলেন, ওই সড়কের পাশের তালগাছগুলো এক বৃদ্ধ লাগিয়েছিলেন। এর মধ্যে কয়েকটি গাছের তিনি ক্ষতি করেছেন বলে স্বীকার করেন। তবে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। কাজটি অমানবিক হয়েছে কি না, এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান।

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাগমারা উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান বলেন, খোঁজখবর নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। সড়কটি এলজিইডির। তবে তালগাছগুলো কে লাগিয়েছিল, সেটা তিনি জানেন না।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ