17 C
আবহাওয়া
১১:১৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ব্লিংকেন ইসরায়েল-পশ্চিম তীর সফরে যাচ্ছেন

ব্লিংকেন ইসরায়েল-পশ্চিম তীর সফরে যাচ্ছেন


বিএনএ, বিশ্বডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মিশর, ইসরায়েল এবং ফিলিস্তিন নিয়ন্ত্রিত পশ্চিম তীরে যাচ্ছেন। আগামি কয়েকদিনের মধ্যেই এ সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইউক্রেনের সাহায্য, ক্রমবর্ধমান রাশিয়া-ইরানের সম্পর্কের উন্নতি এবং ইসরাইল-ফিলিস্তিনি উত্তেজনা হ্রাস তার আলোচ্যসূচির শীর্ষে রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্লিংকেন অংশীদারদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তার মধ্যে রয়েছে “রাশিয়ার ইউক্রেন আক্রমণ, ইরান, ইসরাইল-ফিলিস্তিনি সম্পর্ক এবং ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধান সংরক্ষণ, এবং মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা।”

ইসরায়েল ইউক্রেনকে চিকিৎসা ও মানবিক সহায়তা দিয়েছে কিন্তু কিয়েভে প্রাণঘাতী সামরিক সরঞ্জাম পাঠানোর বিষয় এড়িয়ে গেছে।

যুক্তরাষ্ট্র রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইসরায়েলের অবস্থানের সমালোচনা করা থেকে বিরত থাকছে এবং ইউক্রেনের জন্য ইসরায়েলের সমর্থন চাইছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ