29 C
আবহাওয়া
৩:৫০ অপরাহ্ণ - আগস্ট ১৪, ২০২৫
Bnanews24.com
Home » ভারতে ২৪ ঘণ্টায় করোনায় গেল ৫৭৩ প্রাণ

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় গেল ৫৭৩ প্রাণ

ভারতে মৃত্যু

বিএন বিশ্ব ডেস্ক: ভারতে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৫৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৯১ হাজার ৭০০ জন। বুধবার করোনার দৈনিক সংক্রমণের হার ছিল, ১৬.১৬ শতাংশ। কিন্তু বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৯.৫৯ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ১৭.৭৫ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে দু’লক্ষ ৮৬ হাজার ৩৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ০.১ শতাংশ বৃদ্ধি পেলেও এখনও উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক সংক্রমণের হার।

বর্তমানে পৃথিবীর সব থেকে করোনাগ্রস্থ দেশ আমেরিকা। এর পরই রয়েছে ভারত। ভারতে এখনও পর্যন্ত মোট ৪ কোটি ৩ লক্ষ ৭১ হাজার ৫০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা মোট আক্রান্তের ৫.৪৬ শতাংশ। দেশ জুড়ে সুস্থতার হার কমে ৯৩.৩৩ শতাংশে দাঁড়িয়েছে।

দেশে মোট ১৬৩ কোটি ৮৪ লক্ষ ৩৯ হাজার ২০৭ জনকে ইতিমধ্যেই করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ২২ লক্ষ ৩৫ হাজার ২৬৭ জনের। ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার অন্তত ৭২ শতাংশ সম্পূর্ণরূপে টিকা পেয়েছেন। একই সঙ্গে ১৫-১৮ বছর বয়সিদের প্রায় ৫২ শতাংশকে কোভিডের প্রথম টিকা দেওয়া হয়েছে।

পাশাপাশি দেশে মোট কোভিডের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৯১ হাজার ৭০০ জন। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৭৫৬ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭৯ জনের।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ