বিএনএ,ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি)র র্যাঙ্কিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের অবস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে গত নভেম্বরেই ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডার হয়েছিলেন তিনি।ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে ফিরেই পারফরম্যান্স দিয়ে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান।
ব্যাট ও বল হাতে অলরাউন্ড পারফরম্যান্স করে হয়েছেন সিরিজ সেরা। এক হাফ সেঞ্চুরিতে করেছেন ১’শ ১৩ রান। আর নিয়েছেন ৬ উইকেট।দুর্দান্ত এই পারফরম্যান্সে সাকিব ধরে রেখেছেন ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান।সাকিব আল হাসানের রেটিং পয়েন্ট ৪’শ ২০।এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।
আর আইসিসি’র ওয়ানডে বোলিং র্যাংকিংয়ের শীর্ষ দশের তালিকায় ওঠেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। যেখানে ৯ ধাপ এগিয়ে ৬৯৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ স্পিনার মেহেদী মিরাজ ৪ নম্বরে ওঠে গেছেন। আর ১১ ধাপ এগিয়ে ৬৫৮ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে আছেন পেসার মুস্তাফিজুর রহমান।
মূলত কোনো ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর আইসিসি তাদের র্যাংকিং ঘোষণা করে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ শেষ হওয়ার পর বুধবার (২৭ জানুয়ারি) এই ফরম্যাটে ব্যাটিং-বোলিং ও অলরাউন্ডার র্যাংকিং ঘোষণা করেছে আইসিসি।
বিএনএনিউজ/আরকেসি