বিএনএ,ডেস্ক:সৌদি আরবের তায়েফ শহরে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে।স্থানীয় সময় মঙ্গলবার (২৬ জানুয়ারি)এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন, চাঁদপুরের কচুয়া থানার বাতাপুকুরিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ ফয়সাল,একই জেলার মতলব দক্ষিণ থানার নলুয়া গ্রামের খোকন মিয়ার ছেলে মেহেদি ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার নায়েরগাঁও গ্রামের অজগর আলীর ছেলে লিটন মিয়া।
তাইফ প্রবাসী কমিউনিটির নজরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান,প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে কাজে যান তিন বাংলাদেশি।একটি পানির ট্যাংক পরিষ্কার করার সময় ভেতরে থাকা বিষাক্ত গ্যাসে নিঃশ্বাস বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তারা।পরে আশেপাশে থাকা লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশেএসে মরদেহ উদ্ধার করে তায়েফ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কল্যাণ কাউন্সিলর মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের ইচ্ছা অনুযায়ী সৌদি আরবের আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে প্রেরণ অথবা স্থানীয়ভাবে দাফনের ব্যবস্থা করা হবে।
বিএনএনিউজ/আরকেসি