26 C
আবহাওয়া
৫:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা

ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

ঢাকা: বান্দরবানের লামায় ২৪ ডিসেম্বর ত্রিপুরা সম্প্রদায়ের ঘর-বাড়িতে অগ্নিসংযোগকারীদের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বান্দরবান গোয়েন্দা সংস্থা ইঙ্গিত দিয়েছে, পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদের সন্দেহভাজন গুন্ডারা জায়গা দখলের নামে এ জঘন্য হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন।


এদিকে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বান্দরবান জেলাপ্রশাসন ও পুলিশকে ঘটনার পূর্ণ তদন্ত করে প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। একইসাথে তিনি সরকারি প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করারও নির্দেশ দেন। বান্দরবান জেলা কর্তৃপক্ষ ইতোমধ্যে অগ্নিদগ্ধ বাড়িঘর পুনর্নির্মাণের জন্য সব ধরনের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকেও এ সংক্রান্ত আরো সহায়তা প্রদান করা হবে বলে উপদেষ্টা জেলাপ্রশাসনকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগে সরকারের নিন্দা

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ