26 C
আবহাওয়া
৬:০১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান

বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান

বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

ঢাকা (২৬ ডিসেম্বর): শুষ্ক মৌসুমে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সময়ে ঢাকাসহ সারাদেশে বায়ুদূষণের মাত্রা অত্যধিক বেড়ে যায়। এসময় ইটভাটা, অনিয়ন্ত্রিত নির্মাণ ও উন্নয়ন কার্যক্রম, যানবাহন, রান্নার কাজে লাকড়িসহ অন্যান্য কঠিন জ্বালানি পোড়ানো, উন্মুক্তভাবে পৌরবর্জ্য পোড়ানো, শিল্পকারখানা সৃষ্ট বায়ুদূষণ, বালু, মাটি ও বর্জ্যসহ অন্যান্য নির্মাণসামগ্রী উন্মুক্তভাবে পরিবহনের মাধ্যমে প্রচন্ডভাবে বায়ুদূষণ সৃষ্টি হচ্ছে। এছাড়া, দেশের উত্তর-পশ্চিম দিক হতে আগত আন্তঃদেশীয় বায়ুদূষণ, ঢাকার বায়ুদূষণের প্রায় এক তৃতীয়াংশ, যা সার্বিক বায়ুদূষণের তীব্রতাকে আরো বাড়িয়ে তুলেছে। এর ফলে বিভিন্ন গুরুতর রোগব্যাধিসহ মানুষের অকালমৃত্যু সংঘঠিত হচ্ছে এবং উৎপাদনশীলতাসহ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।
পরিবেশ অধিদপ্তর সার্বক্ষণিক বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রতিদিনের AQI (Air Quality Index) প্রস্তুতপূর্বক ওয়েবসাইটে প্রকাশ করছে।


ঢাকা ও তার আশেপাশের জেলা শহরে বায়ুর গুণগতমান শুষ্ক মৌসুমে খুব অস্বাস্থ্যকর অবস্থা থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় উপনীত হয়ে থাকে। এ পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে (doe.portal.gov.bd) প্রবেশ করে Real-time Air Quality Index (AQI) ক্লিক করে অথবা সরাসরি 180.211.164.219:85 কোডে প্রবেশ করে ঐ সময়ের AQI জেনে নেয়া যায়।

এছাড়া, AQI-২৫০ বা তার বেশি হলে জনস্বার্থে নিম্নরূপ সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়:


ক. শুস্ক মৌসুমে প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হবার পূর্বে পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট (doe.portal.gov.bd) থেকে ঐ সময়ের AQI জেনে যথাযথ প্রস্তুতিসহ ঘরের বাইরে যেতে হবে;


খ. AQI-২৫০ বা তার বেশি হলে জনসাধারণকে ঘরের বাইরে অবস্থানকালে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করা এবং সংবেদনশীল ব্যক্তিদের (অসুস্থ, বৃদ্ধ ও শিশু) জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে অবস্থান না করা; সম্ভব হলে ঘরে Air purifier ব্যবহার করা।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ