20 C
আবহাওয়া
৩:২৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » কাস্টমস অ্যাকাডেমির পেছনে মিলল পাহাড়তলী থানা থেকে লুট হওয়া অস্ত্র

কাস্টমস অ্যাকাডেমির পেছনে মিলল পাহাড়তলী থানা থেকে লুট হওয়া অস্ত্র

কাস্টমস অ্যাকাডেমির পেছনে মিলল পাহাড়তলী থানা থেকে লুট হওয়া অস্ত্র

বিএনএ.চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি রিভলবার ও ১৬টি বুলেট উদ্ধার করেছে পুলিশ। সাগরিকা এলাকার কাস্টম অ্যাকাডেমির পেছনে ধোপপুল ব্রিজের পাশে খালপাড়ে পড়ে ছিল এসব অস্ত্র ও বুলেট। সেগুলো উদ্ধার করে থানায় আনার পর নিশ্চিত হওয়া গেছে, গত আগস্ট মাসে থানা থেকে এগুলো লুট হয়েছিল।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে এই অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এলাকায় ছিনতাইকারী চক্রের আনাগোনা বেড়ে যাওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে মূলত ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। এ সময় ছিনতাইকারী চক্রের কাউকে পাওয়া না গেলেও ঝোপের মধ্যে পাওয়া যায় দুটি অস্ত্র । সেই সঙ্গে উদ্ধার করা হয় ১৬টি বুলেট। পরে জানা যায়, এসব অস্ত্র ও বুলেট থানা থেকে লুট হয়েছিল।

উল্লেখ্য,গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা চট্টগ্রাম নগর এবং জেলার বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুটের ঘটনা ঘটে। এরপর থেকে বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধার করতে অভিযান চালায় পুলিশ।অনেক অস্ত্র এখনো পাওয়া যায়নি।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্র ফেরত দিতে ঘোষণা দেওয়া হয়েছিল। থানায় সরাসরি দিতে না পারলে কোথাও ফেলে যেতে বলা হয়েছিল। ধারণা করা হচ্ছে কেউ এগুলো অনেক দিন আগে ফেলে গেছে। আজ ছিনতাইকারী ধরতে গিয়ে সেগুলো পাওয়া যায়।

বিএনএনিউজ/ আরএস

 

 

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার