বিএনএ, নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) সায়েন্স ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সানজিদা আক্তার রাহা সভাপতি এবং ইমরানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার রাতে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সাইফুল ইসলাম, এবং যুগ্ম সম্পাদক খাদিজা আক্তার রিয়া। কোষাধ্যক্ষ আশিকুর রহমান আশিক, সহকারী কোষাধ্যক্ষ মো. মাকসুদুর রহমান, গণসংযোগ সম্পাদক আবু সুফিয়ান আরমান, উপ-গণসংযোগ সম্পাদক রাবেয়া জাহান তারিন, গণসংযোগ অফিসার মাহমুদুল হাসান তুহিন, প্রকাশনা সম্পাদক মো. ইমাম হোসেন, উপ-প্রকাশনা সম্পাদক মোহসিন আলম রনি, প্রকাশনা বিষয়ক অফিসার জেবা, গবেষণা ও উন্নয়ন সম্পাদক হানিয়া বিনতে আসলাম, উপ-গবেষণা ও উন্নয়ন সম্পাদক সানজিদা ইসলাম সন্ধ্যা, গবেষণা ও উন্নয়ন বিষয়ক অফিসার সুনন্দ দেওয়ান, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান, সহকারী-সাংগঠনিক সম্পাদক মো. নুর রাব্বি, সংগঠন বিষয়ক অফিসার মেহেদি হাসান রাফি, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার রবিন খিসা, নাহিদ সুলতান ঋজু, ফাইজুল ইসলাম কানন, ইয়াসিন আরাফাত হিমেল, এবং ফোরকান আমিন শাওন।
এ ছাড়াও সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার জন্যে ৩৬ জনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনিত করা হয়। নোবিপ্রবি সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদারুল আলম, উপদেষ্টা অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং অধ্যাপক ড. শফিকুল ইসলাম । সহকারী উপদেষ্টা হিসেবে রয়েছেন ড. মফিজুল ইসলাম, ড. মো. আব্দুস সালাম, ড. কাওসার হোসেন, ড. সাইফুল ইসলাম।
সায়েন্স ক্লাবের নতুন সাধারণ সম্পাদক মো. ইমরানুর রহমান বলেন, ‘সায়েন্স ক্লাব আবেগ ও ভালবাসার এক জায়গার সাথে এক বিরাট পরিবারও।পরিবারের সবাই একসাথে মিলে যেভাবে আমরা এতদূর এগিয়ে এসেছি, সামনেও সকলে মিলে আরও এগিয়ে যাব। আমাদের সকলের মধ্যে একজন বিজ্ঞানী হওয়ার যে সুপ্ত আকাঙ্খাটা লুকিয়ে আছে তা ফুটিয়ে তোলাই হবে আমাদের লক্ষ্য। সায়েন্স ক্লাবের মাধ্যমে সকলকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার চেষ্টা করে যাব আমরা। বিজ্ঞান তার আপন গতিতে এগিয়ে চলছে, আর এই চলার পথে আমরা আমাদের যা ক্ষুদ্র জ্ঞান আছে তা সকলের মাঝে ছড়িয়ে দিব যা আমাদের এই চলার পথটুকু মসৃণ করতে সাহায্য করবে। আর এইভাবেই আমাদের এই বিশ্ববিদ্যালয়কে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারব। আমরা সকলে একতাবদ্ধ হয়ে কাজ করে যাব।’
সভাপতি সানজিদা রাহা বলেন, ‘ সূচনালগ্ন থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এবং উপদেষ্টা প্যানেলের সম্মানিত শিক্ষক বৃন্দের দিকনির্দেশনায় শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। ২য় কার্যনির্বাহী কমিটি সেই ধারা অব্যহত রাখতে কাজ করে যাবে। এছাড়াও সংগঠনটির কার্যক্রম আরোও সুসংগঠিত করতে বেশ কিছু পরিকল্পনা আমাদের আছে। সর্বোপরি বিশ্ববিদ্যালয়কে গবেষণার দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। ক্লাবের কর্মকান্ড সুন্দরভাবে পরিচালনার জন্য বরাবরের মতো বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা আমাদের একান্ত কাম্য।’
বিএনএ/ শাফি, ওজি