16 C
আবহাওয়া
১২:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম ও নেত্রকোনার ট্রেন যোগাযোগ বন্ধ

ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম ও নেত্রকোনার ট্রেন যোগাযোগ বন্ধ

ট্রেন

ময়মনসিংহ প্রতিনিধি: বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম-মোহনগঞ্জ-জারিয়ার ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।   এর ফলে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস গৌরীপুর রেলওয়ে স্টেশনে এবং ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে।  তাছাড়া অন্যান্য লোকাল ট্রেনও বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে জানা গেছে।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে  কেওয়াটখালি এলাকায় চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে চট্টগ্রাম-মোহনগঞ্জ-জারিয়ার ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মেহেদি হাসান উদ্ধার কাজ শুরু করতে রিলিফ ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন। শিগগির ট্রেন যোগাযোগ ফের চালু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনএ, হামিমুর রহমান,জিএন।

 

Loading


শিরোনাম বিএনএ