বিএনএ, বিশ্বডেস্ক : ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস তার বার্ষিক বড়দিনের বার্তায় ‘ইউক্রেনে নির্বোধ যুদ্ধ অবিলম্বে শেষ করার’ আহ্বান জানিয়েছেন।
রোববার (২৫ ডিসেম্বর) ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে হাজারো খ্রিস্টধর্মাবলম্বীদের সামনে দেওয়া বক্তব্যে ‘যুদ্ধের অস্ত্র হিসেবে খাদ্য ব্যবহারের’ নিন্দা জানান তিনি।
পোপ হওয়ার পর থেকে এটি ছিল ফ্রান্সিসের দশম বড়দিনের ভাষণ।
পোপ বলেন, ‘বিশ্বে শান্তির দুর্ভিক্ষ চলছে।’
তিনি সতর্ক করে বলেছেন যে, ‘সংকট ও দুর্ভোগের প্রতি বিশ্ব এতটাই অসংবেদনশীল হয়ে উঠেছে যে, যখন এগুলো ঘটে চলেছে কিন্তু কেউ আমলে নিচ্ছে না।’
বিএনএনিউজ/এইচ.এম।