বিএনএ. গাজীপুর : গাজীপুর থেকে অপহরণের ১৩ দিন পর এক কিশোরীকে চট্টগ্রামে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন,শাহ পরান (১৯), মো. রাহাত হোসেন (২৩) ও সুমা আক্তার (২০)।
রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নিয়াজ মোহাম্মদ জানান,গত ১৩ ডিসেম্বর কিশোরী গাজীপুরের বাসা থেকে খাতা–কলম কেনার জন্য বের হয়। পরে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন।পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭ চট্টগ্রাম ছায়া তদন্ত শুরু করে কিশোরী উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতার করে।
বিএনএ/ এম. এস. রুকন , ওজি