বিএনএ নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। গুরুতরআহত হয়েছেন আরও ৪ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান। তবে তাৎক্ষণিভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে জেলা সদরে এক নম্বর রেলগেট এলাকায় রেললাইনের ওপরে আনন্দ পরিবহনের একটি বাস ছিলো। ঢাকা থেকে আসা ট্রেনটি সেন্ট্রাল স্টেশনে প্রবেশের সময় প্রচণ্ড যানজটের কারণে বাসটি আর সরতে পারেনি। ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং এই হতাহতের ঘটনা ঘটে।
বিএনএনিউজ/আরকেসি