বিএনএ ঢাকা: কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই চতুর্থ ধাপে রোববার (২৬ ডিসেম্বর) দেশের ৮শ ৩৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী ও লোহাগাড়া উপজেলার ২৭টি ইউনিয়নে ভোট হয়েছে। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এসব ইউনিয়নে সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ শেষ হয়। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। পটিয়ায় ৩ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। লোহাগড়ার পদুয়া কেন্দ্রে তিন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এসময়, আহত হন সহকারী প্রিজাইডিং অফিসারসহ ১০ জন। আটক করা হয় ১২ জনকে।
ফেনীর সোনাগাজীর চরছান্দিয়া ইউনিয়নে ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় বিভিন্ন প্রার্থীর ১৩জন এজেন্টকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
লক্ষ্মীপুরের পার্বতীনগরে দুই মেম্বার প্রার্থীর সংর্ঘষের ঘটনায় আহত হয়েছে ৫ জন। হাজিরপাড়ায় জালভোট দেয়ার অভিযোগে আটক করা হয়েছে একজনকে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টের কাছে সহকারী প্রিজাইডিং অফিসারের নাম লেখা টাকার খাম উদ্ধার করা হয়। মনিয়ন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার অলোক কুমার চক্রবর্তীকে প্রত্যাহার এবং হাবিবুল বাশার নামে ওই এজেন্টকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
কুমিল্লা জেলার তিনটি উপজেলার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন ও চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নে ইভিএমে ভোট নেয়া হয়েছে। তবে সদর উপজেলার ৫ নম্বর ইউনিয়নের শালধর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বহিরাগতরা হামলা চালায়। সে সময় ১৫ টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ।
নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছেন তিন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। তিন স্বতন্ত্র প্রার্থী হলেন- ঘোড়া প্রতীকের মাসুদ খান, টেলিফোন প্রতীকের কাজী রফিকুল ইসলাম ও আনারস প্রতীকের অ্যাডভোকেট জুটন চন্দ্র দত্ত। জিনারদী ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
কিশোরগঞ্জের কটিয়াদীর জালালপুর ইউপিতে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ফাঁকা গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
রাজশাহীর বাঘায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে এক মেম্বার প্রার্থীসহ ৩ জন আহত হন। হলিদাগাছিতে আহত হয়েছে দুইজন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাখাহার ইউনিয়নের দইহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঠাকুরগাঁও সদর উপজেলা ২নম্বর আখানগর ইউনিয়নের ঝাড়গাঁও রহমানিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় মেয়ে ও বাবাকে আটক করা হয়েছে। সে সময় পরিস্থিতি উত্তপ্ত হলে ১৫ রাউন্ড ফাঁকা বুলেট নিক্ষেপ করে পুলিশ।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউপি নির্বাচনে ভোট কেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবেদ চৌধুরী ও মোটরসাইকেল প্রতীকের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মানিক হাওলাদারের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, বোমা বিস্ফোরণ, দেশিয় অস্ত্রের মহড়ার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে পুলিশ, কোস্টগার্ড ও বিজিবি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসে ভোট গ্রহণ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুনঃরায় ভোট গ্রহণ শুরু হয়।
বিএনএনিউজ/আরকেসি