বিএনএ, কুবিঃকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’ এর আয়োজনে ‘নবান্ন উৎসব ‘১৪২৮’ পালন করা হয়ছে৷রোববার (২৬ডিসেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নানা আয়োজনের মাধ্যমে উৎসবটি পালিত হয়।
এসময় সহযোগী সংগঠন হিসেবে বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি সংঠন ‘অনুপ্রাস’ ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যান্ডদল ‘প্লাটফর্ম’ তারা তাদের পরিবেশনা করেন।অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির , ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের, বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শক ও নির্দেশনা পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রাধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
এছাড়া এর আগে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পিঠা উৎসব হয়৷ সেখানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উৎসব উপভোগ করেন৷
বিএনএ/ হাবিবুর রহমান হাবিব. ওজি