18 C
আবহাওয়া
২:০১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে দেয়াল ধসের ঘটনায় আরও এক শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে দেয়াল ধসের ঘটনায় আরও এক শ্রমিকের মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে নির্মাণাধীন সীমানা প্রাচীরের দেয়াল ধসে  শুক্কুর (২২) নামে আহত আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে।শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূইঁয়া।

এরআগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের  কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে নির্মাণাধীন সীমানা প্রাচীরের দেয়াল ধসে পড়ে। এ সময় দেযাল চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় নির্মাণ শ্রমিক সালাউদ্দিন(২০)।

চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মোহাম্মদ মহসিন বলেন, আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে একটি খালি জায়গায় কয়েকজন শ্রমিক কাজ করছিল। এ সময় নির্মাণাধীন সীমানা প্রাচীরের দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়লে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত হয়। এ সময় আরও দুই জন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে বলে তিনি জানান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূইঁয়া জানান, গুরুতর আহত দুইজনকে হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে শুক্কুর নামে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ মর্গে নেয়া হচ্ছে।

আরও পড়ুন : চট্টগ্রামে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ