17 C
আবহাওয়া
৭:০৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » না ফেরার দেশে আপিল বিভাগের সাবেক বিচারপতি আবু সাইদ

না ফেরার দেশে আপিল বিভাগের সাবেক বিচারপতি আবু সাইদ


বিএনএ, ঢাকা : সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার এসোসিয়েশন) সাবেক সম্পাদক বিচারপতি আবু সাইদ আহমেদ চলে গেলেন না ফেরার দেশে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার (২৬ ডিসেম্বর) জোহর নামাজের পর দুপুর দেড়টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

১৯৮৪-৮৫ সেশনে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক হিসেবে দায়িত্বপালনকারী বিচারপতি আবু সাইদ আহমেদ ১৯৯২ সালের ১ নভেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০২ সালের ৫ মার্চ তিনি আপিল বিভাগের বিচারপতি হন। ২০০৩ সালের ২৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে অবসরে যান।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ