29 C
আবহাওয়া
৮:৪৪ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » ট্রাম্প বেকারদের দিতে চান ২০০০ডলার করে, কিন্ত সংসদ চায় ৬শ

ট্রাম্প বেকারদের দিতে চান ২০০০ডলার করে, কিন্ত সংসদ চায় ৬শ


বিএনএ, বিশ্ব ডেস্ক : নয়শ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ নিয়ে রাজতৈনিক অচলাবস্থার মধ্যেই একটি সুখবর পাচ্ছেন মার্কিন বেকার নাগরিকরা। বেকার থাকার ফলে এক কোটি ৪০লাখ মার্কিন নাগরিক আর্থিকভাবে সুবিধা পেতে যাচ্ছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে তা প্রকাশিত হয়েছে।

অর্থের পরিমাণ বাড়ানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রত্যেক ব্যক্তিকে দেওয়া অর্থের পরিমাণ বাড়ানো হোক। এটা সংশোধন না করা হলে ওই বিলে তিনি স্বাক্ষর করবেন না।

তিনি আরও বলেন, ছয়শ ডলারের আর্থিক সুবিধাটি বাড়িয়ে তার পরিবর্তে বেকার মার্কিনিদের দুই হাজার ডলার করে দিতে হবে। বিলটি সংশোধন করে ছয়শর স্থলে দুই হাজার করলে তিনি স্বাক্ষর করবেন। তবে তাতে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা একমত হননি।

গতকাল শুক্রবার ফ্লোরিডার পালম বিচে ডোনাল্ড ট্রাম্প বড়দিন পালন করেছেন। হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়, ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছেন ট্রাম্প।

বলেছেন, বেকার মার্কিনিদের প্রণোদনা দেওয়ার ব্যাপারে প্রয়োজনে সোমবার নিম্নকক্ষে ভোট হবে বলে জানিয়েছেন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ