24 C
আবহাওয়া
৩:০৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মাগুরা-১ আসনে মনোনয়ন পেলেন সাকিব আল হাসান

মাগুরা-১ আসনে মনোনয়ন পেলেন সাকিব আল হাসান

সাকিব আল হাসান

বিএনএ, ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগেই জাতীয় সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেলেন। এছাড়া গতবারের মতো এবারও নড়াইল-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

আজ রোববার রাজধানীর ধানমণ্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছিলেন সাকিব। পরে তিনটি আসনেই তিনি মনোনয়নপত্র জমা দেন।

মাগুরা-১ ছাড়াও মাগুরা-২ ও ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছিলেন সাকিব। মাগুরা-১ আসন সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত।

উল্লেখ্য, ২০০৬ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় সাকিব আল হাসানের। জাতীয় দলের হয়ে ২৪৭টি ওয়ানডে, ১১৭টি টি-টোয়েন্টি আর ৬৬টি টেস্ট ম্যাচ খেলেন তিনি। ব্যাট হাতে ইতোমধ্যে ১৪টি সেঞ্চুরির সাহায্যে ১৪ হাজার ৪০৬ রান করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর বল হাতে ৪৩০ ম্যাচে সাকিব শিকার করেন ৬৯০ উইকেট।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ