19 C
আবহাওয়া
৯:১৯ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » কুমিল্লায় সমাবেশে মোবাইল হারালেন রুমিন ফারহানা

কুমিল্লায় সমাবেশে মোবাইল হারালেন রুমিন ফারহানা

রুমিন ফারহানাকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

বিএনএ, কুমিল্লা : কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশস্থল থেকে দলটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য রুমিন ফারহানার মোবাইল ফোন চুরি হয়েছে।

জানা গেছে, শুক্রবার রাতে তিনি সমাবেশস্থলের টাউন হল মাঠের লিবার্টি চত্বরে নেমে মিছিলসহকারে মুক্ত মঞ্চে যান। সেখানে কর্মীদের শুভেচ্ছা জানান এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরে হেঁটে তিনি মাঠ পরিদর্শন শেষে হেঁটে পূবালী চত্বরে যান। সেখানে গাড়িতে উঠে দেখেন মোবাইল নেই। পরে তিনি কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে জানান।

বিষয়টি নিশ্চিত করে সাক্কু বলেন, ঘটনা জানতে পেরে আমি সেখানে হ্যান্ডমাইকে সবাইকে জানিয়ে দেই। একই সঙ্গে কেউ যদি মোবাইল ফোনটি ফেরত দেন তাকে পুরুস্কৃত করা হবে বলেও ঘোষণা দেন সাবেক এই মেয়র।

রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী শুভ্র জানান, মোবাইল ফোন চুরির বিষয়ে কোতোয়ালী থানায় একটি জিডি করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ