27 C
আবহাওয়া
৩:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » লিটন-মুশফিকের রেকর্ড পার্টনারশিপে প্রথম দিন বাংলাদেশের

লিটন-মুশফিকের রেকর্ড পার্টনারশিপে প্রথম দিন বাংলাদেশের


বিএনএ, স্পোর্টস ডেস্ক : লিটন-মুশফিকের রেকর্ড পার্টনারশিপে পাকিস্তানের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে আলো ছড়িয়েছে বাংলাদেশ। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৫৩।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যদিও টসজয়ী বাংলাদেশের দিনের শুরুটা ভালো ছিল না। প্রথম সেশনেই স্বাগতিক বাংলাদেশের ৪ ব্যাটসম্যান সাজঘরে ফেরত যান। প্রথম সেশনে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৬৯ রান।

দলীয় ১৯ রানের মাথায় বাংলাদেশ প্রথম উইকেট হারায়। ওপেনার সাইফ হাসান ১৪ রান নিয়ে শাহীন আফ্রিদির বলে ক্যাচ তুলে দেন। অপর ওপেনার সাদমান ইসলামও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৩ রানের সময় তিনিও মাত্র ১৪ রান করে আউট হয়ে যান। হাসান আলির দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই ব্যাটার।ওয়ান ডাউনে নামা নাজমুল হোসেন শান্তও ১৪ রান করে সাজঘরে ফেরেন।

দলনায়ক মমিনুল বিদায় নেন মাত্র ৬ রান করে। স্পিনার সাজিদ খানের বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দেন।

৪৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া বাংলাদেশের দায়িত্ব নেন লিটন ও মুশফিক। দেখেশুনে খেলতে শুরু করেন। সেঞ্চুরি করেছেন লিটন। লিটন ১১৩ এবং মুশফিকুর রহিম ৮৩ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের স্কোর ২৩৫। তারা দুইজনই ব্যাটিংয়ে অবিচ্ছিন্ন থেকে প্রথম দিনের খেলা শেষ করেন।

সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)
টস : বাংলাদেশ
বাংলাদেশ : ২৫৩/৪ (৮৫ ওভার)
লিটন ১১৩*, মুশফিক ৮২*, সাইফ ১৪, সাদমান ১৪, শান্ত ১৪, মুমিনুল ৬
হাসান ৩৮/১, ফাহিম ৩৮/১

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ