30 C
আবহাওয়া
৭:৫১ পূর্বাহ্ণ - মে ৩০, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রামে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রামে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সাগরিকা এলাকার একটি রাসায়নিক কারখানায় আগুন লেগেছে। শুক্রবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ-এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক আনিসুর রহমান অগ্নিকাণ্ডের সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে জানান,  ফায়ার সার্ভিসের ১০ গাড়ি ইতিমধ্যে আগুন নেভানোর কাজ শুরু করেছে। এখনো এই অগ্নিকাণ্ডের বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ করে যাচ্ছে।

ফায়ার সার্ভিস আরও জানায়,  তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।    রাসায়নিক কারখানাটিতে বিপুল দাহ্যপদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

বিএনএ/ ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ