বিএনএ, ঢাকা : ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক সংস্থা ইউএসজিএস’র ওয়েবসাইটে জানানো হয়, ৫.৮ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের হাখা থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়। হাখা মিয়ানমারের চিন প্রদেশের রাজধানী। মিয়ানমার ও ভারতেও এ ভূমিকম্প হয়েছে। সেখানে মাত্রা ছিল ৬দশমিক১।
এসময় আতঙ্কে অনেকে ঘর থেকে বের হয়ে আসেন।অনেকে মসজিদে ও বাসায় নামাজরত ছিলেন।ভয়ে বাড়ির বা ভবনের ছাদে ওঠেন কেউ কেউ। কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড ।
ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।Primary data source: USGS (United States Geological Survey)
বিএনএনিউজ/এইচ.এম,জি এন