29 C
আবহাওয়া
৩:০৯ অপরাহ্ণ - মে ১১, ২০২৪
Bnanews24.com
Home » লোহাগাড়ার ৬ ইউপিতে ২৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

লোহাগাড়ার ৬ ইউপিতে ২৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


বিএনএ, লোহাগাড়া : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত ৬ জন, স্বতন্ত্র প্রার্থী ১৭ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৬ টি ইউনিয়নে ২৩৪ জন, সংরক্ষিত সদস্য পদে ৬৫ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

বৃহস্পতিবার ( ২৫ নভেম্বর ) মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বিজয় কুমার বড়ুয়া একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।উক্ত  ইউনিয়নে সাধারণ সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৪৩ জন।  সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১১ জন।

পুটিবিলা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন দু-জন।

তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিক ও স্বতন্ত্র প্রার্থী ফরিদুল আলম। এছাড়াও সাধারণ সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৩৮ জন, ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১০।

চরম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৩ জন । তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী, বর্তমান চেয়ারম্যান  মাস্টার শফিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক অধ্যাপক সাদত উল্লাহ ও মৌলানা হেলাল উদ্দিন। এছাড়াও  সাধারণ সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন  ৪৩ জন।  সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন।

পদুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৭ প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হারুন অর রশিদ, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান জহির উদ্দিন , আকতার কামাল পারভেজ,  এস এম আবু সাঈদ চৌধুরী টিটু, জসীম উদ্দিন, মোস্তাক আহমদ সবুজ ও মোহাম্মদ শাহনেওয়াজ।

এছাড়াও সাধারণ সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন, ৪৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৯ জন।

কলাউজান ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৬ জন।  তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম এ ওয়াহেদ, স্বতন্ত্র প্রার্থী আবদুস সবুর, মোহাম্মদ ইয়াছিন, নুরুল আলম চৌধুরী, মো. জাহাঙ্গীর আমিন,  হেলাল উদ্দিন। এছাড়াও সাধারণ সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৪০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১৩ জন।

চুনতি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৪ জন। তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু কোম্পানি, স্বতন্ত্র প্রার্থী আনিস উল্লাহ, নুর মোহাম্মদ শহীদুল্লাহ্ ও জুনাইদ।

এছাড়াও সাধারণ সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ২৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১২ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদ্দাম  হোসেন রোমান খান বলেন, প্রার্থীরা অত্যন্ত স্বত:স্ফূর্তভাবে মনোনয়ন ফরম দাখিল করেছেন। আগামী বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর।

আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। ভোটগ্রহণ ২৬ ডিসেম্বর।

প্রসঙ্গতঃ উপজেলার ৯ টি ইউনিয়নের মধ্যে ৩ টি ইউনিয়নের নির্বাচন গত বছরের ২০ অক্টোবর সম্পন্ন হয়। সেগুলো হল, লোহাগাড়া সদর, আমিরবাদ ও আধুনগর ইউনিয়ন। এতে আধুনগর ইউনিয়ন ছাড়া বাকি দুটোতে নৌকার প্রর্থীরা বিজয় লাভ করেন।

বিএনএনিউজ/ রায়হান সিকদার/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ