31 C
আবহাওয়া
৩:১৬ অপরাহ্ণ - আগস্ট ৩, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় বৃদ্ধের ওপর হামলার ঘটনায় আসামী গ্রেপ্তার

আনোয়ারায় বৃদ্ধের ওপর হামলার ঘটনায় আসামী গ্রেপ্তার

চট্টগ্রামে দীর্ঘ ১২ বছর পর পলাতক আসামী গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আব্দুল মান্নান নামের এক বৃদ্ধের ওপর হামলার ঘটনায় এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কৃত আসামী হলেন মামলার ২নং আসামী  দেলোয়ার হোসেন প্রকাশ এলো হোসেন (৫০)।

পুলিশ জানায়, শুক্রবার (২৫ অক্টোবর) আনোয়ারা থানা পুলিশ কর্তৃক বিশেষ  অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২১ অক্টোবর বৃদ্ধের ওপর হামলার ঘটনায় আহত আব্দুল মান্নান গত ২৪ অক্টোবর থানায় মামলা দায়ের করেন। মামলার ১নং আসামী হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। তার বিরুদ্ধে ভূমিদস্যুতা, মারামারিসহ একাধিক অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী দেলোয়ার হোসেন প্রঃ এলো হোসেন (৫০)উপজেলার বরুমছড়া ইউনিয়নের মৃত বাদশা মিয়ার ছেলে। সেও স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি।

এবিষয়ে আনোয়ারা থানার সেকেন্ড অফিসার এস আই মো: জয়নাল জানান, বৃদ্ধকে মারধরের ঘটনায় আনোয়ারা থানা মামলা নং ২২ এর ২নং আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ  আদালতে প্রেরণ করা হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ