বিশ্ব ডেস্ক : ইসরায়েল শুক্রবার (২৫ অক্টোবর) রাতে দু’দফা বিমান হামলা চালিয়েছে ইরানে। প্রাথমিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায় নি।
তবে প্রথম দফায় তেহরান এবং পাশের কারাজ নগরীতে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। দ্বিতীয় দফায় শিরাজ নগরীতে হামলা চালানো হয়। তবে এতে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, কোন ধরনের সামরিক স্থাপনাকে টার্গেট করা হয়েছে, তা জানা যায়নি। তবে একটি সূত্র জানিয়েছে, ইরানের পরমাণু বা জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালানো হয়নি।
তেহরানের এক অধিবাসী ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে জানান, রাজধানী তেহরানে অন্তত সাতটি প্রকট বিষ্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, ইসরায়েলের হামলার মধ্যে নিজের আকাশসীমা বন্ধ করেছে ইরান।
দেশটির সিভিল এভিয়েশনের মুখপাত্রকে উদ্ধৃত করে ইরনা বলেছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
বিএনএ, এসজিএন,শাম্মী