26 C
আবহাওয়া
১:৪১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২২

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২২

পুলিশ

বিশ্ব ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লিউসটন এলাকায় বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন আইন প্রয়োগকারী কর্মকর্তারা। স্থানীয় সময় বুধবার (২৫ অক্টোবর) এ ঘটনা ঘটে। খবর: এপি ও রয়টার্স

কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন ৫০-৬০ জন। তদন্তকারী কর্মকর্তারা এ বিষয়ে তথ্য সংগ্রহের কাজ করছেন। যে ব্যক্তি গুলি চালিয়েছে তাকে খুঁজছে পুলিশ।

লিউসটন পুলিশ জানিয়েছে, একটি বার, রেস্তোরাঁ, ওয়ালমার্টের বিতরণকেন্দ্র ও ব্যবসায়িক কেন্দ্রে এই হামলা হয়েছে। বন্দুক হামলার ঘটনায় জড়িত একজনকে চিহ্নিত করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা এক পোস্টে লুইস্টন পুলিশ বলেছে, ‘যাদের জরুরি সহায়তা ও চিকিৎসা প্রয়োজন তাদের নিরাপদে হাসপাতালে নেওয়া পথ খালি রাখতে দয়া করে রাস্তা থেকে দূরে থাকুন।’

পুলিশ সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে। প্রকাশিত ছবিগুলোতে সন্দেহভাজন ব্যক্তিকে রাইফেল হাতে গুলি করতে দেখা গেছে। তার পরিচয় জানতে জনসাধারণের সাহায্য চাওয়া হয়েছে।

লুইস্টনের মেয়র কার্ল শেলিন বলেছেন ঘটনাটি ‘আমাদের শহর এবং আমাদের জনগণের জন্য হৃদয়বিদারক’। তিনি বলেন, ‘লুইস্টন আমাদের শক্তি এবং দৃঢ়তার জন্য পরিচিত এবং আগামী দিনে আমাদের উভয়েরই প্রয়োজন হবে।

বাসিন্দাদের বাড়িতে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনার নিরাপত্তা এবং আপনার চারপাশের লোকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া গুরুত্বপূর্ণ।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ