20 C
আবহাওয়া
১২:৫৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে মারামারিতে রিকশাচালক নিহত

রাজধানীতে মারামারিতে রিকশাচালক নিহত


বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই রিকশাচালকের মধ্যে মারামারিতে মো. রমজান আলী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। জাহাঙ্গীর ওরফে টুন্ডা জাহাঙ্গীর (৪৮) নামের অপর চালককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) বিকেলের দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় রমজানকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার বিকেলে গোলাপবাগ এলাকায় জাহাঙ্গীর নামে রিকশাচালক রমজানের কাছে সিগারেট খেতে চায়, আর তিনি তা দেবেন না বলে জানিয়ে দেন। এসব নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে জাহাঙ্গীর ওরফে টুন্ডা জাহাঙ্গীর লাঠি দিয়ে রমজানের মাথায় আঘাত করে। পরে সেখানে উপস্থিত কয়েকজন রমজানকে আহত অবস্থায় মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি মফিজুল আলম।

তিনি বলেন, তারা দুজনেই রিকশাচালক। থাকেন গোলাপবাগ এলাকায়। মরদেহ মুগদা হাসপাতাল থেকে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।বিস্তারিত আরো জানার জন্য তদন্ত করা হচ্ছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ