33 C
আবহাওয়া
৭:৫৭ অপরাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » জামায়াত-সংশ্লিষ্টদের নিবন্ধনের আবেদন বিষয়ে যা বললেন ইসি আলমগীর

জামায়াত-সংশ্লিষ্টদের নিবন্ধনের আবেদন বিষয়ে যা বললেন ইসি আলমগীর


বিএনএ, ঢাকা : নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, জামায়াতের কেউ যদি যুদ্ধাপরাধী না হন এবং তাদের গঠনতন্ত্র যদি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয়, তাহলে শর্ত পূরণ করে ভিন্ন নামে তাদের নিবন্ধন পেতে বাধা নেই। তবে বর্তমানে জামায়াতে ইসলামী নামে রাজনৈতিক দলের নিবন্ধনের কোনো সুযোগ নেই।

বুধবার (২৬ অক্টোবর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।

ইসি মো. আলমগীর বলেন, জামায়াতে ইসলামীর নিবন্ধন কোর্টের আদেশে বাতিল করা হয়েছে।

বুধবার নির্বাচন কমিশনে ৫০ হাজার পৃষ্ঠার প্রয়োজনীয় তথ্যসহ নিবন্ধনের জন্য আবেদন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-বিডিপি। দলটির সভাপতি হলেন অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান ও জেনারেল সেক্রেটারি মুহা. নিজামুল হক।

জানা গেছে, বিডিপির চেয়ারম্যানের বাড়ি ময়মনসিংহে। এক সময় তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে জামায়াতে যোগ দেন। তাকে ২০১৯ সালে মার্চে নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনের সময়ও জামায়াত নেতাদের সঙ্গে দেখা গেছে। আর সেক্রেটারি জেনারেল ছাত্রশিবিরের সাবেক বিদেশবিষয়ক সম্পাদক ও বর্তমানে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদের সদস্য।

নতুন দলটির সঙ্গে নিবন্ধনহীন একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে কোনঠাসা হয়ে পড়া জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা রয়েছে বলে আলোচনা রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ