31 C
আবহাওয়া
৭:৪২ অপরাহ্ণ - মার্চ ১৩, ২০২৫
Bnanews24.com
Home » একদিনে মৃত্যু ১২৪১, শনাক্ত চার লাখ

একদিনে মৃত্যু ১২৪১, শনাক্ত চার লাখ

করোনায়

বিএনএ বিশ্ব ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ১৯ হাজার ৪৭৯ জনের। মৃত্যু হয়েছে ১২৪১ জনের। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ।

করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৬৩ কোটি ৩৭ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৮৫ হাজার ৮৫২ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৬১ কোটি ২৫ লাখ ৮৩ হাজার ১৪৪ জন।

২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া এই মহামারিতে হতাহতের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত একদিনে ১৬ হাজার ৩৬৪ মানুষের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৯ কোটি ৯১ লাখ ৪১ হাজারের বেশি জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ১৭৮ জন এবং মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৯৩ হাজার ৩৩৮ জনের।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার ৪৬৪ জনের করোনা শনাক্ত এবং ৫ লাখ ২৮ হাজার ৯৮০ জনের মৃত্যু হয়েছে।

তৃতীয় স্থানে উঠে আসা ফ্রান্সে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ৩৮১ জনের। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪০ জনের।

এছাড়া করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এমন দেশের তালিকায় চতুর্থ স্থানে ব্রাজিল, পঞ্চম জার্মানি এবং ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ