32 C
আবহাওয়া
২:০০ পূর্বাহ্ণ - জুন ৮, ২০২৩
Bnanews24.com
Home » মাশরাফির মন্তব্যের জবাবে যা বললেন গিবসন

মাশরাফির মন্তব্যের জবাবে যা বললেন গিবসন

মাশরাফির মন্তব্যের জবাবে যা বললেন গিবসন

বিএনএ, স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দলের টিম ম্যানেজম্যান্টকে  ‘রিহ্যাব সেন্টার’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি তার নিজের অফিসিয়াল পেজে এক পোস্টে একথা বলেন।

মাশরাফি তার দীর্ঘ পোস্টের এক পর্যায়ে লিখেছেন, ‘এখন টিম ম্যানেজমেন্ট দেখলে মনে হয় একটা রিহ্যাব সেন্টার। যেখানে সাউথ আফ্রিকার সব চাকরি না পাওয়া কোচগুলো একসাথে আমাদের রিহ্যাব সেন্টারে চাকরি করছে। এদের বাদ দেওয়া আরও বিপদ, কারণ চুক্তির পুরো টাকাটা নিয়ে চলে যাবে। তাহলে দাঁড়াল কি, তারা যতদিন থাকবে আর মন যা চাইবে তাই করবে। হেড কোচ এক এক করে নিজ দেশের সবাইকে আনছে। এরপর যারা অস্থায়ীভাবে আছে, তাদেরও সরাবে আর নিজের মতো করে ম্যানেজমেন্ট সাজাবে। তাও মেনে নিলাম কিন্তু রাসেল (হেড কোচ) ম্যানেজমেন্ট এর জন্য যেভাবে স্টেপআপ করে, মূল দলের জন্য তাহলে লুকিয়ে কেন? কেন তামিম, মুশফিক, রিয়াদ ভালো থাকে না?এটা ঠিক করা কি তার কাজ না?’

এ পোস্ট নিয়ে গণমাধ্যমে নিউজ হয়েছে। বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আসা পেস বোলিং কোচ ওটিস গিবসনের কাছে মাশরাফির মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হয়।

গিবসন বলেন, ‘এই ব্যাপারে আমার কোন মতামত নেই। এটা আমার আগ্রহে বা উদ্বেগের বিষয় না। আমাদের দলের বাইরে যে কেউ যা কিছু সোশ্যাল মিডিয়ায় বলতে পারেন। সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা শুধু দলের ভেতরে কে কী বলল সেটা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা জানি কোচিং গ্রুপ হিসেবে এখানে আমরা কী করছি।’

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 14 


শিরোনাম বিএনএ