27 C
আবহাওয়া
১২:১৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » সরকারি চাকরি : নির্বাচন কমিশন ৩৬৯ শূন্য পদে নিয়োগ দেবে

সরকারি চাকরি : নির্বাচন কমিশন ৩৬৯ শূন্য পদে নিয়োগ দেবে

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সুযোগ

বাংলাদেশ নির্বাচন কমিশন রাজস্ব খাতে ৩৬৯টি শূন্য পদে নিয়োগ দেবে। বিভিন্ন পদে এসএসসি থেকে স্নাতক পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগটি নির্বাচন কমিশনের সচিবালয় এবং মাঠপর্যায়ের কার্যালয়ের জন্য করা হচ্ছে। নিচে বিভিন্ন পদ ও তাদের যোগ্যতা সম্পর্কে তথ্য দেয়া হলো:

১. কম্পিউটার অপারেটর
– পদ সংখ্যা: ১
– গ্রেড**: ১৩
– বেতন স্কেল**: ১১,০০০-২৬,৫৯০ টাকা
– যোগ্যতা**: বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি, বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ টাইপের গতি।

২. সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর
– **পদ সংখ্যা**: ৫
– **গ্রেড**: ১৩
– **বেতন স্কেল**: ১১,০০০-২৬,৫৯০ টাকা
– **যোগ্যতা**: স্নাতক ডিগ্রি, সাঁটলিপিতে বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ টাইপের গতি।

৩. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
– **পদ সংখ্যা**: ১
– **গ্রেড**: ১০
– **বেতন স্কেল**: ১১,০০০-২৬,৫৯০ টাকা
– **যোগ্যতা**: স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ।

৪. ফিজিক্যাল ইন্সট্রাক্টর
– **পদ সংখ্যা**: ২
– **গ্রেড**: ১৪
– **বেতন স্কেল**: ১০,২০০-২৪,৬৮০ টাকা
– **যোগ্যতা**: ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট।

৫. উচ্চমান সহকারী
– **পদ সংখ্যা**: ২১
– **গ্রেড**: ১৪
– **বেতন স্কেল**: ১০,২০০-২৪,৬৮০ টাকা
– **যোগ্যতা**: স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে এমএস অফিসের অভিজ্ঞতা।

৬. স্টোর কিপার
– **পদ সংখ্যা**: ১৪
– **গ্রেড**: ১৪
– **বেতন স্কেল**: ১০,২০০-২৪,৬৮০ টাকা
– **যোগ্যতা**: স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ।

৭. হিসাব সহকারী
– **পদ সংখ্যা**: ১৩
– **গ্রেড**: ১৪
– **বেতন স্কেল**: ১০,২০০-২৪,৬৮০ টাকা
– **যোগ্যতা**: স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ।

৮. চিকিৎসা সহকারী
– **পদ সংখ্যা**: ২
– **গ্রেড**: ১৬
– **বেতন স্কেল**: ৯,৩০০-২২,৪৯০ টাকা
– **যোগ্যতা**: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং সার্টিফিকেট এবং ২ বছরের অভিজ্ঞতা।

৯. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
– **পদ সংখ্যা**: ১৬৭
– **গ্রেড**: ১৬
– **বেতন স্কেল**: ৯,৩০০-২২,৪৯০ টাকা
– **যোগ্যতা**: উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটার প্রশিক্ষণ এবং টাইপিং দক্ষতা।

১০. গাড়ি চালক (হালকা)
– **পদ সংখ্যা**: ৩
– **গ্রেড**: ১৬
– **বেতন স্কেল**: ৯,৩০০-২২,৪৯০ টাকা
– **যোগ্যতা**: হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স।

১১. ডেসপাস রাইভার
– **পদ সংখ্যা**: ২
– **গ্রেড**: ১৭
– **বেতন স্কেল**: ৯,০০০-২১,৮০০ টাকা
– **যোগ্যতা**: মোটরসাইকেল চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স।

১২. রেস্ট হাউজ কেয়ারটেকার
– **পদ সংখ্যা**: ১
– **গ্রেড**: ২০
– **বেতন স্কেল**: ৮,২৫০-২০,০১০ টাকা
– **যোগ্যতা**: মাধ্যমিক পাস।

১৩. অফিস সহায়ক
– **পদ সংখ্যা**: ১২২
– **গ্রেড**: ২০
– **বেতন স্কেল**: ৮,২৫০-২০,০১০ টাকা
– **যোগ্যতা**: মাধ্যমিক পাস।

১৪. নিরাপত্তা প্রহরী
– **পদ সংখ্যা**: ৫
– **গ্রেড**: ২০
– **বেতন স্কেল**: ৮,২৫০-২০,০১০ টাকা
– **যোগ্যতা**: মাধ্যমিক পাস।

১৫. পরিচ্ছন্নতাকর্মী
– **পদ সংখ্যা**: ১০
– **গ্রেড**: ২০
– **বেতন স্কেল**: ৮,২৫০-২০,০১০ টাকা
– **যোগ্যতা**: অষ্টম শ্রেণি পাস।

আবেদন প্রক্রিয়া:
– **আবেদন ফি জমা শুরু**: ১ অক্টোবর, সকাল ৯টা
– **আবেদনের শেষ তারিখ**: ৩১ অক্টোবর, বিকেল ৫টা পর্যন্ত।
– **আবেদন প্রক্রিয়া**: অনলাইনে http://ecs.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে।
– **বয়সসীমা**: ১৮–৩০ বছর (মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের জন্য ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য)।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

সূত্র: প্রথমআলো

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ